চট্টগ্রামে সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

সুপ্রভাত রিপোর্ট :

করোনা মহামারির কারণে সাত মাস পর শর্ত সাপেক্ষে ১৬ অক্টোবর খোলার অনুমতি পেয়েছে দেশের সিনেমাহল। এর প্রেক্ষিতে আগামী ২৩ অক্টোবর চট্টগ্রামের একমাত্র সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।  এ সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।
‘রেড অক্টোবর ফিল্মস’ এর ব্যানারে নির্মিত মাসুদ হাসানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। পরিস্থিতি বিবেচনায় প্রথমে শুধু রাজধানী শহরের স্টার সিনেপ্লেক্সগুলোর শাখাতেই মুক্তির পরিকল্পনা চূড়ান্ত ছিলো। কিন্তু দর্শকের তুমুল আগ্রহে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন নির্মাতা। জানালেন, দর্শকের তীব্র দাবির মুখে ‘ঊনপঞ্চাশ বাতাস’ বন্দরনগরী চট্টগ্রামেও মুক্তি পাচ্ছে।

নির্মাতা মাসুদ হাসান জানান, ২৩ অক্টোবর থেকে ঢাকার বাইরে শুধু চট্টগ্রাম সিলভার স্ক্রিনে ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পাচ্ছে। গত শনিবার সন্ধ্যার পর ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির ঘোষণার সাথে সাথে ছবিটি নিয়ে রীতিমত হইচই পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটি দেখে সেন্সর বোর্ডের একাধিক সদস্য ভূয়সী প্রশংসা করেন।