চট্টগ্রামে টিকা নিলেন ৯ হাজার ৮৬৬ জন

নিজস্ব প্রতিবেদক <
সারাদেশ টিকাদান কর্মসূচির ২৩তমদিনে গতকাল চট্টগ্রামে টিকা নিয়েছেন ৯ হাজার ৮৬৬ জন। এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে টিকা নিয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৫২৭ জন। এর মধ্যে নগরীতে ১ লাখ ৭০ হাজার ২৯৫ জন এবং ১৪ উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ২৩২ জন।
শনিবার পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছে ৪ লাখ ৩৫ হাজার ৪৭৭ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৩৭ হাজার ৯১৬ জন এবং উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ৫৬১ জন। গতকাল টিকা নেওয়া ৯ হাজার ৮৬৬ জনের মধ্যে নগরীতে ৬ হাজার ৪০৫ জন এবং ১৪ উপজেলায় ৩ হাজার ৪৬১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চট্টগ্রামের ১৪টি উপজেলায় টিকা নেওয়া ৩ হাজার ৪৬১ জনের মধ্যে লোহাগাড়ায় ১২০ জন, রাঙ্গুনিয়ায় ২৪০ জন, ফটিকছড়িতে ৪০০ জন, বাঁশখালীতে ১১০ জন, আনোয়ারায় ১৬৮ জন, সীতাকুণ্ডে ৪৩৭ জন, সাতকানিয়ায় ১৫০ জন, রাউজানে ২৯০ জন, মিরসরাইয়ে ২৯০ জন, চন্দনাইশে ১০৬ জন, বোয়ালখালীতে ২৩২ জন, হাটহাজারীতে ৩১০ জন, সন্দীপে ১৯৪ জন এবং পটিয়ায় ৪১৪ জন টিকা গ্রহণ করেন।