চট্টগ্রামে এসেছে ফাইজার ভ্যাকসিন

দেওয়া হবে দুটি কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক »

করোনা ভ্যাকসিনের মধ্যে প্রথমবারের মত প্রায় সাড়ে ১৬ হাজার আমেরিকান ফাইজার ভ্যাকসিন এসেছে চট্টগ্রামে। নগরীর দুটি কেন্দ্রে নিবন্ধিতরা পাবেন এই ভ্যাকসিন।

সোমবার দিবাগত রাত ১২টায় ভ্যাকসিন বহনকারী বিশেষ গাড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দিয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। আগামী শনিবার থেকে শুরু হবে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

তিনি বলেন, ‘প্রথমবারের মত চট্টগ্রামে ২ হাজার ৭৩০ ভায়াল আমেরিকান ফাইজার ভ্যাকসিন এসেছে। এতে প্রতি ভায়ালে ৬ ডোজ করে মোট ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা রয়েছে। ভ্যাকসিনসমূহ নির্দিষ্ট তাপমাত্রায় জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।’

আগামী ১৬ অক্টোবর থেকে ফাইজার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, নগরীর দুটি কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এবং বন্দর হাসপাতালে দেওয়া হবে এসব ভ্যাকসিন।

যে কোন বয়সের ক্ষুদে বার্তা পাওয়া ভ্যাকসিন গ্রহীতারা এ ভ্যাকসিন পাবে বলেও জানান তিনি।