চকরিয়ায় হেলথ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

চকরিয়ায় দাবি বাস্তবায়নে হেলথ অ্যাসিসট্যান্টদের কর্মবিরতি-সুপ্রভাত

নিজম্ব প্রতিনিধি, চকরিয়া :
‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলার হেলথ অ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর অ্যাসোসিয়েশন টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্স প্রাঙ্গণে এ কর্মসূিচ পালন করা হয়। এ অবস্থার কারণে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ১লক্ষ ৩২ হাজার হাম রুবেলা টিকা প্রদান কর্মসুচি অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ৬৫ জন স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক রয়েছে। তারা মানব দেহে টিকা দিয়ে থাকেন। কিন্তু তাদের টেকনিক্যাল পদমর্যাদা দেয়া হয়নি। ১৯৯৮ সালের ৬ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আশ্বাস দেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারনে দীর্ঘ ২২ বছরেও টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি। এতে সম্প্রতি টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে চকরিয়া উপজেলা ‘দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ এর আহ্বায়ক স্বাস্থ্য পরিদর্শক ওবায়দুল হকের সভপতিত্বে ও সদস্য সচিব স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, দেলোয়ার হোছাইন, নজির আহমদ, খায়রুল আলম, মো. মহিউদ্দিন, হোছাইন আহমদ, জারিয়াতুল মোস্তফা, বিশ্বম্বর নয়ন রঞ্জন সুশীল। এছাড়াও আরো বক্তব্য দেন, মো. ওসমান গণি, আব্দুর রহিম, ফোরকানুল ইসলাম, মো. ইসমাইল।