চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের জমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের অবৈধ বসতি উচ্ছেদের মাধ্যমে বেহাত হওয়া অন্তত ২০শতক বনভূমি উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার হারবাং সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বনবিভাগ। অভিযানে বনভূমি এলাকায় অবৈধভাবে নির্মিত একটি টিনের বসতঘর অপসারণ করা হয়। পরে বনবিভাগের কর্মীরা উদ্ধারকৃত ওই ২০শতক জায়গায় গাছের চারা রোপন করেছেন। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া স্টেশনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শওকত ইমরান আরাফাত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। ওইসময় চুনতী রেঞ্জ, পদুয়া রেঞ্জ, বারবাকিয়া রেঞ্জ ও মাদার্সা রেঞ্জ এবং হারবাং বনবিটের বিপুল বনকর্মী উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারী বন সংরক্ষক (এসিএফ) শওকত ইমরান আরাফাত বলেন, সম্প্রতি সময়ে চুনতি রেঞ্জের হারবাং গয়ালমারা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বনভুমির জায়গা দখল করে একটি চক্র অবৈধ বসতঘর নির্মাণ করে। তবে শুরুতে  বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জড়িতদের স্থাপনা নির্মাণে বাধা দিলেও তা অমান্য করেছেন।এরই প্রেক্ষিতে বিভাগীয় বনকর্মকর্তার (ডিএফও) নির্দেশে শনিবার ৩১ অক্টোবর সকালে গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে জবরদখলকৃত একটি টিনের ঘর উচ্ছেদ করে অন্তত ২০শতক বনবিভাগের জায়গা উদ্ধার করা হয়েছে।