চকরিয়ায় আবদুল হান্নানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা

চকরিয়ায় আব্দুল হান্নানের স্মরণসভা-সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীর মুক্তিযুদ্ধের সংগঠক, শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কারপ্রাপ্ত প্রথিতযশা রাজনীতিবীদ আলহাজ আব্দুল হানান চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী গত বৃহস্পতিবার নানা আয়োজনের মাধ্যমে অনু্ষ্িঠত হয়েছে। আবদুল হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার এবং আবদুল হান্নান চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে সকালে মরহুমের বাসভবনে খতমে কোরআন, বিকাল ৩ টায় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি মিলনায়তনে স্মরণসভা ও বাদে মাগরিব ইছালে সওয়াব উপলক্ষে মিলাদুনবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাস্টার আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। প্রবীণ সাংবাদিক এসএম আকতার কামালের সঞ্চালনায় কোরআন তেলোয়াত করেন শাহাজাদা হারুনুর রশিদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সসভাপতি মকছুদুল হক ছুট্টু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি রশিদ আহমদ এমএ।সভায় পরিবারের পক্ষথেকে বক্তব্য দেন মরহুমের বড়ছেলে আওয়ামীলীগ নেতা নুরে হাবিব তছলিম, ছোট ছেলে বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ। মরহুম আবদুল হান্নান চেয়ারম্যানের কর্মময় ও ব্যক্তিগত জীবনী সম্পর্কে আলোচনা করেন বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার, সম্পাদক নুরুল আমিন জনি, সহ-সভাপতি আলী মোহাম্মদ কাজল, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভুট্টো সিকদার, অ্যাডভোকেট. রবিউল এহেছান লিটন প্রমুখ।