চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলকারীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের মুবীনপাড়া এলাকায় সরকারি প্রবহমান ছড়াখালের ওপর নির্মিত স্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওইসময়  আরেক দখলকারীর কাছ থেকে নগদ জরিমানা আদায় করেছেন আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই পৃথক অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন। এ সময় সাথে ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবুল মনসুর, পুলিশের একটিদল। ওইসময় অভিযানে বিপুল সংখ্যক শ্রমিক খালের ওপর নির্মিত এই অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজ করেন। এরপর ইউনিয়নের বেতুয়াবাজার এলাকায় খাল সংলগ্ন সরকারি জায়গায় আরেক স্থাপনা নির্মাণকারীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় আদালতের মাধ্যমে। একইসাথে এক সপ্তাহের মধ্যে স্থাপনার অংশবিশেষও অপসারণের নির্দেশ দেওয়া হয় দখলদারকে। নির্দেশনা অমান্য করলে পরবতীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন জানান, খাল দখল করে নির্মাণ করা একটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অপর একটি সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণকারীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তবে ‘নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করলে দখলকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে।