কুয়াইশ চান্দগাঁও দূষণ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতীকী ছবি

আজ নয় দীর্ঘ ২০ বছর ধরে চান্দগাঁও বাহির সিগন্যালে অবস্থিত ফ্যাক্টরির দূষিত তরল পদার্থ ব্রাহ্মণসাঁই খাল হতে অন্যান্য আবাসিক এলাকার খাল হয়ে একেবারে অন্যান্য পার্শ¦বর্তী জমিতে এসে যাচ্ছে । এ কারণে উত্তর চান্দগাঁও কুয়াইশ এলাকায় জলাবদ্ধতা এবং কালো পানি জমিতে এসে ফসল নষ্ট করছে, গাছপালা নষ্ট করছে, পুকুরে ঢুকে কালো পানি মাছ ধ্বংস করছে। আগস্ট মাসে কালো পানি পুকুরে ঢুকে এলাকার প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারা যায়। এই বিষয়গুলি জানিয়ে বিভিন্ন সময়ে আবেদন অভিযোগের মাধ্যমে চট্টগ্রাম পরিবেশ উন্নয়ন কর্তৃপক্ষকে জানালেও বিষয়টি আমলে নেয়নি পরিবেশ উন্নয়ন কর্তৃপক্ষ।

এ দূষণ থেকে মুক্তি পেতে ৩ ডিসেম্বর সকাল ১১ টায় উত্তর চান্দগাঁও দুর্গাবাড়ীর সামনে  অনুষ্ঠিত মানববন্ধনের সমন্বয়ক রাজু ধর উপরের কথাগুলি বলেন।

রনব ধরের সভাপতিত্বে কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি ছাত্র তাপস আচার্য,  বিপ্লব আচার্য, প্রদীপ ব্রহ্মচারী, মিলন ধর, সৃজন ধর, নটন ধর, তপন ধর, বিমল ধর, লিখন ধর, হোসেন আলী, করিম উল্লাহ, দীপক ধর, উত্তম ধর প্রমুখ। বিজ্ঞপ্তি