কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু কারাগারে

নূর মোস্তফা টিনু

নিজস্ব প্রতিবেদক

চকবাজারের কথিত যুবলীগ নেতা কিশোর গ্যাং এর ’বড় ভাই’ নূর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার (২০ জুন) দুপুরে চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালতে টিনু আত্মসমর্পণ করলে আদালত এই আদেশ দেয়।

অস্ত্র মামলায় নূর মোস্তফা টিনু হাইকোর্টের আদেশে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে শুদ্ধি অভিযানে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হন টিনু। আটকের পর র‌্যাব টিনুকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার ‘কিশোর গ্যাংয়ের বড় ভাই’ হিসেবে উল্লেখ করেছিল। পরে টিনুর স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। মামলায় নিম্ন আদালতে জামিন নেন টিনু। টিনুর জামিন বাতিল চেয়ে হাইকোর্টের পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। ২৩ মে নুর মোস্তফা টিনুর জামিন বাতিল করে তাকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।