এ সরকারের পায়ের নিচে মাটি নেই

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মনিস্বপন

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :
‘এই সরকারের পায়ের নিচে মাটি নেই। দেশ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই। গণতন্ত্র নেই, সুশাসন নেই, ভোটাধিকার নেই, ন্যায়বিচার নেই। তাই এই সরকারকে অপসারণ না করা পর্যন্ত দেশের মানুষের কপালেও শান্তি নেই’- এ মন্তব্য করেছেন রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
বিকালে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল এবং সাধারন সম্পাদক আবু সাদাত মো. সায়েমের নেতৃত্বে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরনবী।
এ সময় ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, জাসাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা ক্ষমতাসীন সরকারের বিভিন্ন কর্মকাÐের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করছে, কথা বলার স্বাধীনতা স্তব্ধ করে দিয়েছে।’