এক সপ্তাহের মধ্যে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় হবে

রাউজান প্রেসক্লাবের সংবর্ধনায় অতিথিবৃন্দ-সুপ্রভাত

অভিষেক ও সংবর্ধনায় ফজলে করিম চৌধুরী এমপি

নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজান প্রেসক্লাবের অভিষেক ও মানবিক যোদ্ধাদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে।গত ৮ অক্টোবর বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । রাউজান প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী আগামী এক সপ্তাহের মধ্যে রাউজান প্রেস কা¬বের স্থায়ী কার্যালয় প্রদান করার ঘোষনা প্রদান করেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন জ্ঞানী গুণি ব্যক্তির জন্মভূমি রাউজান উপজেলাকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকের ভুমিকা অপরিসীম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাংবাদিকদেরা সক্রিয় ভুমিকা পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সফল হলে আবারো রাউজান সন্ত্রাসের জনপদে পরিণত হবে। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন কাজী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাংবাদিক খোরশেদুল আলম শামীম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৈয়ব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, পৌর মহিলা কাউন্সিলর জেবুন্নেছা খানম, জান্নাতুল ফেরদৌস ডলি, মীর আসলাম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, মোরশেদ হোসেন চৌধুরী, সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন, এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। সভায় নবাগত কমিটিকে শপথ পাঠ করান রিয়াজ হায়দার চৌধুরী।
করোনাকালীন রাউজানে সর্বোত্তম মানবিক ভূমিকা রাখায় মানবিকযোদ্ধা হিসেবে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, নির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।ইউনিয়ন পর্যায়ের সর্বাধিক ত্রাণ সহায়তায় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, রাউজান সদর ইউনিয়ানের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া।এছাড়াও লাশ দাফনে বিশেষ ভূমিকায় “আশার আলোর পক্ষে সম্মাননা প্রদান করা হয় সেন্ট্রাল বয়েজ অব রাউজানকে ও গাউসিয়া কমিটির উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাছান এবং মাঠপর্যায়ে বিশেষ ভূমিকায় রাউজান উপজেলা ছাত্রলীগ উত্তর ও দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সলাউদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।