উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হতে দেয়া যাবে না : মেয়র

পূর্ব ষোলশহর ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা ও শীতবস্ত্র বিতরণকালে মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যহত হতে দেয়া যাবে না। দেশ আল উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অনেকেরই সহ্য হচ্ছে না। মিথ্যা-বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী শক্তি। এই অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে রুখে দাঁড়াতে হবে এবং জনগণকে সঠিক তথ্য জনানো প্রত্যেক নেতা-কর্মীর ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।তিনি আজ শনিবার সকালে পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ একটি কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুল আলম, প্রকৌশলী সেলিম উল্লাহ, মঞ্জুর হোসেন, কন্ট্রেক্টর আবুল কালাম, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন বাবুল, মো. হোসেন, মো. ইদ্রিস, কফিল উদ্দিন, কুতুব উদ্দিন, মো. আলমগীর, হাসান মুরাদ জকু, নূর উদ্দিন প্রমুখ। মেয়র আরো বলেন, চট্টগ্রাম নগরীকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তোলার দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবের দার প্রান্তে এসে কড়া নাড়ছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্নের বঙ্গবন্ধু টানেল আগামী অক্টোবরে উদ্বোধনের কথা প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন। তাই এই নগরীকে সুন্দর রাখতে সকলকে প্রকৃত নাগরিক দায়িত্ব পালন করতে হবে। তিনি অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান। সভাশেষে তিনি শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি