আশঙ্কাজনকভাবে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা

সোমবারে এস আলম সুগারমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে আগুন নেভার আগেই বৃহস্পতিবার রাতে নগরে আরও চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারমধ্যে তিনটির সংবাদ পত্রিকায় প্রকাশিত হলেও গভীর রাতে সংঘটিত হওয়ায় একটির সংবাদ পাওয়া যায় শুক্রবার দিনে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সদরঘাট থানাধীন স্ট্র্যান্ড রোড বাংলা বাজার এলাকায় রেলের বগিতে আগুনে লাগে। আগুনে পরিত্যক্ত যাত্রীবাহী ট্রেনের ৪টি বগি পুড়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে নগরের ওয়াসা এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অপরদিকে সন্ধ্যা ৬টার দিকে নগরীর চকবাজার থানাধীন বালি আর্কেডের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দোকানের কর্মীরা আগুন নির্বাপণ করে ফেলেন বলে নন্দনকানন ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে। নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজী হাট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। একটি ভবনের তৃতীয় তলার চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার বসবাস করে। রাত পৌনে ১টার দিকে গ্যাস লাইন লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় অবস্থিত মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত জুটের গুদামে আগুন লাগে। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী। তারা ধারণা করছে কেউ সিগারেট খেয়ে জুটের গুদামে ফেলেছে তাতে আগুনের সূত্রপাত হয়।
সাধারণত শুষ্ক মওসুমে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের অসাবধানতার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ একটি অন্যতম কারণ। এগুলোকেও অবহেলাজনিত বলে আখ্যা দেওয়া যায়। নিয়মিতভাবে গ্যাসলাইন পরীক্ষা না করা, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা ইত্যাদি দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা যায়।
এসবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। সবাই যদি সচেতন হতেন, সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা যেত।