অক্সিজেন সংকটে টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যানের মৃত্যু

সংবাদাতা, টেকনাফ :

তীব্র শাসকষ্ট নিয়ে মারা গেছেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী। তিনি উখিয়ার কুতুপালংয়ে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন৷ মৃত্যুর আগে টাইফয়েড রোগ হয়েছিল৷ সর্বশেষ তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান৷ মৃত্যুর আগের দিন তিনি গায়ে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর পরিবারের অভিযোগ, তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন। অক্সিজেনের সংকট দেখিয়ে তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি ফিরে আসেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেও তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি এমএসএফ হাসপাতালে ভর্তি হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ জন মেয়ে, ৩ জন ছেলে, নাতি-নাতনী, রাজনৈতিক শুভাকাংখী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আছরের নামাজ শেষে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এমএসএফ হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে। তবে করোনা টেস্টের এখনও ফলাফল আসেনি।