শুভশ্রীর মুকুটে আরেকটি পালক এনে দিলো ‘পরিণীতা’

 

সুপ্রভাত ডেস্ক :

এক স্কুলের মেয়ে, সে ভালবেসে ফেলে পাড়ার বাবাই দাকে। যার কাছে সে পড়তে যায়, সমস্ত মনের কথা বলতে পারে। বাবাইদাও সেই মেয়েকে আসকারা দেয় পুরোদস্তুর। হয়তো তাদের প্রেম পরিণতি পেত। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। আত্মহত্যা করে বাবাই দা। তারপর? স্কুল পেরিয়ে, কলেজ, চাকরি শুরু হল সেই মেয়ের উত্থানের কাহিনী। রাজ চক্রবর্তীর ছবি পরিণীতা।

এই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের গ্ল্যামারাস নায়িকা ইমেজকে আমুল বদলে ফেললেন তিনি। অনেকে বলল অভিনেত্রীর কামব্যাক ছবি। এত কথা বলছি, কারণ পরিণীতাই শুভশ্রীকে পৌঁছে দিল সেরা অভিনেত্রীর স্বীকৃতিতে। ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’ অনলাইন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পরিণীতার জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঝুলিতে এল সেরা অভিনেত্রীর সম্মান। পপুলার চয়েজ ও ক্রিটিক চয়েজ বিভাগে এই পুরস্কার পেয়েছন নায়িকা।

খবর : ইন্ডিয়ানএক্সপ্রেস’র।