করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমেদ সাবিত (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকাল ৮ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. আব্দুর রব।
তিনি বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (রোববার) সকাল সাড়ে ৮ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নগরের কোতোয়ালী থানার আসকারদীঘি এলাকার বাসিন্দা ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন হবে।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৬২ জন। তারমধ্যে মৃত্যুবর মৃত্যুবরণ করেছেন ৭৪ জন ও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১৭ জন।