হয়রানি বন্ধে ফজলে এলাহীর সাথে রাঙামাটিবাসীর সংহতি

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রয়াসের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শত মানুষ।গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের রাঙামাটি জেলা সভাপতি জিসান বখতেয়ার, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মো. সায়েম,  নির্মল বড়–য়া মিলন, রাজেশ দাশ, সুশীল প্রসাদ চাকমা, এসএম শামসুল আলম, আরমান খান, মনি পাহাড়ি, শান্তিময় চাকমা, মো. ইলিয়াস, সুনীল কান্তি দে। সাংবাদিক সৈকত বাবু ও সাইফুল বিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এইসময় মামলায় দায়ের প্রচেষ্টাকে গণমাধ্যমের কন্ঠরোধের অপপ্রয়াস উল্লেখ করে বলেন,স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার মাধ্যমে সংবাদকর্মীদের শৃংখলিত করার চেষ্টার অংশ হিসেবেই মামলা ও হয়রানি করা হচ্ছে। মানববন্ধনে সংহতি জানান রিজার্ভবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি,বনরূপা ব্যবসায়ী সমিতি, একতা শ্রমিক কল্যাণ সমিতি,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন, ওয়ার্ল্ড পিস্, হৃদয়ে বাঘাইছড়ি, হিলোর ভালেদী,নব উদ্যোগ সংঘ,নির্ঝর সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, লাইফ লাইন,গতি থিয়েটার, রাঙাবি থিয়েটার, অনলাইন সংবাদপত্র রাঙাবার্তা, হিলর সংবাদ বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, ইসলামি ছাত্রসেনা, যুবসেনা, ইসলামি ফ্রন্ট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ক্রীড়া সংগঠন।

প্রসঙ্গত,রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার কন্যা নাজনীন আনোয়ার প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন,পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত সেই অনুমতি প্রদান করেছেন।