সেলিম আল দীন স্মরণে

মিসির হাছনাইন

ভাদ্র মাসের ভাদুপূজায় আপনারে খুঁজি দেবতার চরণে রাখা ফুলের ভেতর। লাল নীল হলুদ, সাদা ফিতায় আমরা দেবতার ঘর সাজাই। নরম ঘাসের ডগায় শিশিরকণা জমে। পলাশ ফুলের আড়ালে ডাকে তক্ষক। আপনারে হারায়ে আমরা আপনার গান গাই, চরণে রাখা ফুল সর্প হয়ে পুণ্যির আলোয় নাচে, নেচে ওঠে মর্ত্যের নাগিন। সেজদা করে আপনার চরণে ফোটা শিশিরভেজা ঘাসফুল … কোন বিষধর নাগিন আমাদের দংশন করে? তবুও, আপনারে খুঁজি ভাদ্র মাসের দেবতার চরণে রাখা ভাদুফুলের ভেতর …

কোন সাপুড়ে বীণ বাজায় বুকের ভেতর। তাঁরে আমরা ধরতে গিয়ে কোন চরণের পূজা সাজাই? দেবতার ঘরে আগুন জ্বেলে আমরা পুড়ি দেবতার আহারে। মধ্যরাতে দেবতার ঘরে নাগ আসে। পবিত্র শরীরে আমরা হাঁটতে থাকি পৃথিবীর পথে পথে.. পৃথিবীর মানুষ ভুলে গেছে আপনার ধর্মজ্ঞান। আপনিই তো দেখেন- কত দিকভোলা! মাঝনদীতে পথ হারায়। আবার, আপনার চরণে রাখে ফুল, যতন করি।

হে কবরের দেবতা, নেমে আসুন- ম্যর্ত্যরে দুয়ারে
ভাদ্র মাসের ভাদুফুলে গ্রন্থে কিতাবে ভাদুনর্তকীর পায়ের ঘুঙুরে
পৃথিবীর মঞ্চে আমরা আপনার নাম গাই, ভাদ্র মাসের ভাদুফুলে আপনারে দেখি ভ্রমরের বেশে।