সাংবাদিকদের সাথে ক্লিফটন গ্রুপের সিইওর মতবিনিময়

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিজিএমইএ এর আসন্ন নির্বাচনে ফোরামের চট্টগ্রামের প্যানেল লিডার ও ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম এবং চট্টগ্রামের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা এবং ভালোবাসা থাকায় মিরসরাইতে দেশের সর্ববৃহৎ ইকোনোমিক জোন হয়েছে। মিরসরাই এখন সারা বিশে^ ব্র্যান্ডিং।
চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলোফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফ উল্লাহ মনসুর, আরএনএসসিও সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দিদারুল আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটো।
প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে আসতে সক্ষম হয়েছে।
এ সময় ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি