শাহতাজের সুপার বয়ফ্রেন্ড তৌসিফ!

সুপ্রভাত ডেস্ক »

রাজ প্যারিসে থেকে পড়াশোনা করে। সেখানেই নিজে গবেষণার মাধ্যমে টিএসএস নামের একটি ডিভাইস আবিষ্কার করে। যেটার মাধ্যমে একজনের আত্মা অন্যজনের দেহে ট্রান্সফার করা যায়। কিন্তু ডিভাইসটি কার্যকর করার জন্য যুতসই কাউকে না পেয়ে নিজের বন্ধু তৌসিফকেই বেছে নেয়।

তৌসিফ থাকে বাংলাদেশে। আবার রাজের প্রেমিকা শাহতাজও থাকে এখানে। তাই প্যারিস থেকে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য নিজের আত্মাকে তৌসিফের শরীরে ট্রান্সফার করে ফেলে রাজ। এভাবে প্যারিসে থেকেও ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায়, প্রেমিকার সঙ্গে দেখা করে সে।

কিন্তু এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। সেটা জানতে হলে দেখতে হবে ‘সুপার বয়ফ্রেন্ড’ নামের একটি নাটক। কারণ গল্পটা সেই নাটকের।

এটি রচনা ও পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহতাজ, কচি খন্দকার, সাগর, শিমুল খান প্রমুখ। এটি প্রযোজনা করেছেন তৌহিদ হোসেন। সহ-প্রযোজনায় জি সিরিজ।

সম্প্রতি ‘সুপার বয়ফ্রেন্ড’ নাটকটি মুক্তি পেয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিউ হয়েছে এর।