শনিবার জেল থেকে মুক্তি পাচ্ছেন আরিয়ান খান

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

বোম্বে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ২৯ অক্টোবর। দিনের যে কোনও সময় মুক্তির কথা ছিলো মুম্বাইয়ের আর্থার রোড জেলখানা থেকে। দিনভর নানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে বিকাল ৫টার পর মুক্ত হচ্ছেন আরিয়ান।
তবে সন্ধ্যা ৬টা নাগাদ আর্থার রোড জেল কর্তৃপক্ষ জানালো, আজ (শুক্রবার) আরিয়ানকে জেল থেকে ছাড়া সম্ভব হচ্ছে না। এটিও নিশ্চিত করেন, শনিবার ৩০ অক্টোবর সকালে তিনি মুক্তি পাচ্ছেন।
এর আগে দিনভর আদালতের নির্দেশনার বিস্তারিত কপি তৈরি করে পাঠানো হয় জেল কর্তৃপক্ষের কাছে। গতকাল ২৮ অক্টোবর দুপুর তিনটা নাগাদ আরিয়ানের মাদককাণ্ড মামলার শুনানি শুরু হয় বোম্বে হাইকোর্টে। বিকাল ৪টা ৪৫ মিনিটে অভিযুক্তদের জামিনের রায় দেন আদালত। আরিয়ানসহ মাদককাণ্ডে অভিযুক্ত আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও একইসঙ্গে জামিন পেলেন।
২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজশিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। এই মামলার তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।
৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন অভিযুক্তরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া