লঙ্কা সফরে ওয়ানডেতে নেই ডি কক, মিলার ও এনগিডি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে দক্ষিণ আফ্রিকা। সফরে বেশ কয়েকজন তারকাদের ছাড়াই ওয়ানডে খেলতে নামছে প্রোটিয়া দল। এরা হলেন- কুইন্টন ডি কক, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি। তবে তারা টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন।
ডি কককে মূলত বিশ্রাম দিতেই ওয়ানডে সিরিজে রাখা হয়নি। মিলার অবশ্য হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে রয়েছেন। অপর দিকে ব্যক্তিগত কারণে পেসার লুঙ্গি এনগিডি সম্প্রতি দ্য হান্ড্রেড থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে ওয়ানডে লেগে কিছুটা দুর্বল দল নিয়েই প্রোটিয়াদের নেতৃত্ব দিতে হবে তেম্বা বাভুমাকে।
এমনিতে গত জুলাইয়ে ওয়ানডে সুপার লিগে আইরিশদের বিপক্ষে খেলতে গিয়ে লজ্জাতেই পড়তে হয় তাদের। প্রথমবার তাদের কাছে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে। এর ওপর সিরিজ ড্র করতে হয়েছে ১-১ ব্যবধানে। একটি ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে গিয়েছিল। বর্তমানে সুপার লিগের পয়েন্ট টেবিলেও দলটির অবস্থান দশে! ৬ ম্যাচে তাদের অর্জন মাত্র ২৪ পয়েন্ট।
আয়ারল্যান্ড সিরিজ থেকে দলটিতে নতুন যোগ হয়েছেন পেসার জুনিয়র ডালা। তিনি আবার টি-টোয়েন্টি দলের সদস্য নন।
শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে প্রোটিয়ারা। সবগুলো ম্যাচই ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মাঝে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), জুনিয়র ডালা, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, জানেমান মালান, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, আইনরিখ নর্কিয়া, আন্দিলে ফেহলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।
টি-টোয়েন্টি স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়র্ন ফরটুইন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, সিসান্ডা মাগালা, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আইনরিখ নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, লিজাড উইলিয়ামস।