রোগীরা স্বল্প খরচে চিকিৎসাসেবা পাবে

ক্যাথল্যাব উদ্বোধনকালে ভূমিমন্ত্রী

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিন কার্ডিয়াক সেন্টারের নবনির্মিত ক্যাথল্যাব গতকাল শনিবার উদ্বোধন করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে ক্যাথল্যাব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, এই ক্যাথল্যাব চালু করার মাধ্যমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসাসেবা আরো এক ধাপ এগিয়ে গেল। চট্টগ্রামে কার্ডিয়াক রোগীর সংখ্যা অনেক। সকলের পক্ষে ঢাকাতে গিয়ে চিকিৎসা করা অনেক কষ্টসাধ্য বিষয়। নুরুদ্দিন ভাই এগুলো নিয়ে খুব চিন্তা করতেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতেন। তার বদান্যতায় ও সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্ডিয়াক সেন্টার ও ক্যাথল্যাব স্থাপিত হয়েছে। চট্টগ্রামের মানুষ স্বল্প খরচে ও সহজে এখান থেকে চিকিৎসাসেবা পাবে।

এ উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাসে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মরহুম সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিনের ছোটভাই ও হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) সৈয়দ আজিজ নাজিমউদ্দিন, মরহুমের বড় মেয়ে সৈয়দা আনিকা হুমায়রা, ছোট মেয়ে সৈয়দা তাসফিয়া তাসনিম ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তারেক ইকবাল।

সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, হৃদরোগীদের জন্য এখানে জনসচেতনতা বাড়ানো খুবই দরকার। এতে হাসপাতালে হৃদরোগীর চাপ কমবে। মাসে দুই-একবার জনসচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি ধীরে সুস্থে সার্বিক প্রস্তুতি নিয়ে কার্ডিয়াক সার্জারি ইউনিট চালু করার পরামর্শ দেন।

প্রধান অতিথি বলেন, নুরুদ্দিন ভাইয়ের আরেকটি স্বপ্ন ছিল এখানে একটি ক্যান্সার হাসপাতাল চালু করা। ক্যান্সার হাসপাতালের কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলেছে। খুব সহসা এই ক্যান্সার হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করা হবে। এটি চট্টগ্রামবাসীর সম্পদ। এটাকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, ট্রেজারার অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, খায়েজ আহমেদ ভূঁইয়া, মো. হারুন ইউসুফ, এ এস এম জাফর, প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপপরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকবৃন্দ, নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের প্রিন্সিপালবৃন্দ ও হাসপাতালের ডাক্তার, নার্স কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে ভূমিমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ক্যাথল্যাব পরিদর্শন এবং আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি