রেলমন্ত্রীর প্রতিশ্রুতিতে ৬ ঘণ্টা পর ট্রেন ধর্মঘট প্রত্যাহার

সুপ্রভাত ডেস্ক »

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে বৈঠকে দাবি পূরণের ঘোষণা পাওয়ার পর সারা দেশে ট্রেন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেল কর্মীরা।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ডাকে এ ধর্মঘটের কারণে বুধবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সারাদেশে কোনো স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। ফলে স্টেশনে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এ পরিস্থিতিতে কমলাপুর স্টেশনের বিশ্রামাগারে আন্দোলনরত রেলকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, “দীর্ঘদিন যাবত তারা রানিং অ্যালাউন্স পেত এবং সেটা পেনশনের সঙ্গে সঙ্গে যুক্ত হত। কিন্তু অর্থমন্ত্রণালয়ে সুবিধা বন্ধ করে দেয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে।

“আমি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের চিফ সেক্রেটারির সাথে কথা বলেছি। আমি আজকে সবার সামনে ঘোষণা দিচ্ছি, যে প্রজ্ঞাপনের জন্য আন্দোলনে নেমেছে রানিং স্টাফরা, সেটা বাতিল করে দিচ্ছি। ১০ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হল। আর অ্যালাউন্স যাতে পেনশনের সঙ্গে যুক্ত হয়, সেটা নিয়ে আলোচনা করব, আশা করছি সেটার একটা সমাধান হয়ে যাবে।”

আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়টি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, “পূর্বের ন্যায় সকল সুযোগ-সুবিধা পাবে তারা। সামনে ঈদ, ১৬ কোটি মানুষের বাহন এই রেল।”

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বলেন, “আমরা মন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক করেছি। উনার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের আর অল্প সময় সবাইকে ধৈর্য ধরতে হবে। নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, আমরা আজকের মত এখান থেকে নিজ নিজ কাজে ফিরে যাব এখন এই মুহূর্ত থেকে আমরা কাজে ফিরে যাচ্ছি।”

সূত্র : বিডিনিউজ