রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া :

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে দুটি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রোয়াজারহাট ও থানা সদরে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান। অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম ও রাঙ্গুনিয়া থানা-পুলিশ। পৌরসভার রোয়াজারহাট এলাকায় কুরমাই খালের পানির গতিপথ বন্ধ করে দীর্ঘদিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। থানা সদর এলাকায় দুটিতে অভিযান চালিয়ে পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। তবে এসময় এসব স্থাপনা নির্মাণের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।