রাঙামাটিতে মহিলা দলের ৫০ নেত্রীর পদত্যাগ!

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি »

‘অগণতান্ত্রিক’ ও ‘একপেশে’ জাতীয়তাবাদী মহিলা দলের রাঙামাটি জেলা কমিটি ঘোষণা করায় বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫০ জন নেত্রী পদত্যাগ করেছেন।

গতকাল দুপুরে রাঙামাটি বনরূপায় এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন সংগঠনটির একাংশের নেত্রীরা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপিকে ধ্বংস করার জন্য একটি অপশক্তি জেলা বিএনপির কথা উপেক্ষা করে, কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ঢাকা থেকে এমন কমিটি ঘোষণা করেছে। তাই এ কমিটি ঘোষণার প্রতিবাদে একযোগে পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিগত কমিটির সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, নন্দিতা দাশ, নাজমা আলীসহ ৫০ নেত্রী।

এর আগে ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে ১০১ সদস্যের রাঙামাটি মহিলা দলের কমিটি প্রেরণ করা হয়।
পদত্যাগ করা বিদায়ী সভানেত্রী মিনারা বেগম জানান, ‘আমাদের সাথে আলোচনা না করে একপেশে ও অগণতান্ত্রিকভাবে ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করার প্রতিবাদে আমরা ৫০ জন পদত্যাগ করেছি।’

৫০ নেত্রীর পদত্যাগ প্রসঙ্গে নতুন কমিটির সাধারণ সম্পাদক সালেহা আক্তার বলেন- ‘২৩ বছর দায়িত্বে থেকে যে কমিটি একটি ওয়ার্ড কমিটিও করতে পারেনি, তারা এখন পদত্যাগ নাটক করছে। তারা ৫০ জন পদত্যাগের কথা বলছে কিন্তু সংবাদ সম্মেলনে তো ১০/১২ জনের বেশি উপস্থিত করতে পারেননি। নতুন জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিয়েছে, তারাই এ বিষয়ে বলবে, আমরা কিছু বলব না।’