পোর্ট এলিজাবেথ টেস্ট শঙ্কামুক্ত আছেন মিরাজ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার পোর্ট এলিজাবেথ টেস্টে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যার কারণে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। তবে আপাতত শঙ্কামুক্ত আছেন তিনি। খবর : ডেইলিবাংলাদেশ’র

দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ২১৭ রানে। এ সময় সফরকারীদের ফলো অনের সুযোগ থাকলেও তা না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসেন এবাদত হোসেন চৌধুরী।

সেই ওভারের দ্বিতীয় বলে এবাদতের বল সারেল আরউইয়ের ব্যাট ছেড়ে এসে মেহেদী হাসান মিরাজের পেটে আঘাত করে। পয়েন্টে দাঁড়ানো মিরাজ বুঝতেই পারেননি বল তার দিকে যাচ্ছে।

এমতাবস্থায় বলের আঘাতে মিরাজ ব্যথায় কাতরাতে থাকেন। দ্রুত মাঠে ছুটে আসে মেডিকেল টিম। এরপর পর্যবেক্ষণের জন্য স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে খানিক পরই মাঠে প্রবেশ করেন তিনি। এতে দূর হয়েছে মিরাজকে নিয়ে শঙ্কা।