মাসুদ রানা: শেষ হলো দেশের শুটিং

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

চলতি বছরের মার্চ মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছিল আলোচিত চলচ্চিত্র ‘মাসুদ রানা’র শুটিং। পরিচালক সৈকত নাসির মডেল রাসেল রানাকে নিয়ে চট্টগ্রামের পাহাড়ে শুরু করেন এর কাজ।
আর গত পরশু (১ অক্টোবর) এফডিসিতে এর শুটিংয়ের মাধ্যমে দেশের অংশের কাজ শেষ হয়েছে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এর পরে হবে বিদেশের মাটিতে শুটিং।
বিষয়টি নিয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ‘দেশের অংশ অলমোস্ট শেষ। আমরা স্টুডিওর কাজ ও প্যাচওয়ার্ক করবো। এরপর বিদেশে কিছু কাজ হবে। সব মিলিয়ে ছবির ৭০ শতাংশ দৃশ্যধারণ শেষ।’
কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা ও থ্রিলিং চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে একই সঙ্গে দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
যার একটিতে অভিনয় করছেন চ্যানেল আই’র রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা?’ চ্যাম্পিয়ন রাসেল রানা। অপরটিতে আছেন এবিএম সুমন। সেই ছবির নাম ‘এমআর- নাইন’।
অন্যদিকে, ‘মাসুদ রানা’ ছবিতে আরও অভিনয় করছেন পূজা চেরি, সৈয়দা তিথি অমনি, অমিত হাসান, মাসুম বাসার প্রমুখ।
কাজী আনোয়ার হোসেনের থ্রিলার উপন্যাস ‘মাসুদ রানা’ থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ।