মহামারীতে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে

যুবমৈত্রীর আলোচনা সভা

বাংলাদেশ যুব মৈত্রীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা নগরীর দোস্ত বিল্ডিংয়ের পার্টি অফিসে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়। জেলা যুব মৈত্রীর সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ শাহজাদা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ডা মহসিন, অরণ্য অনিমেষ ও আবুল মনসুর।
এতে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি সম্পদ রায়, সহ সভাপতি খালেদুজ্জামান বাপ্পু ও নগর ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার। সভায় জেলা যুব মৈত্রীর সভাপতি বলেন, ‘দরিদ্র মানুষের জন্য নগদ সহায়তা এখনো অধিকাংশ মানুষের কাছে পৌঁছায়নি। তিনি আরো বলেন , করোনা মহামারী লক্ষ লক্ষ যুবককে কর্মহীন করেছে।
তাদের বেকার ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য অবশ্যই উদ্যোগ নিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ‘কেবলমাত্র দুর্নীতির কারণে জনসাধারণের মাঝে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পৌঁছায়নি।’
আলোচনা সভা শেষে নগরীর নিউ মার্কেট এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি