ভুতুড়ে বিদ্যুৎ বিল দ্রুত সংশোধন করতে হবে

সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি,সাতকানিয়া :

এক মাসের মধ্যে ভুতুড়ে বিল সংশোধন করে নতুনভাবে বিল তৈরির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী। গত বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীকে এ নির্দেশ দেন। আগামী এক মাসের মধ্যে ভুতুড়ে বিদ্যুৎ বিল সংশোধন করে সঠিক বিদ্যুৎ বিল পৌঁছে না দিলে বদলিসহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে দেশের বিদ্যুৎ বিভাগ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। করোনাকালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করলেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভুতুড়ে বিল, লোডশেডিং তৈরি করে সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলার অপচেষ্টা করেছে। ভুতুড়ে বিল সংশোধনের আগে আপনারা কেউ বিদ্যুৎ বিল পরিশোধ করবেন না। ভুতুড়ে বিল সংশোধন করে নিন। বিদ্যুৎ বিভাগ নিয়ে ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবেনা। সভায় মাদক-সন্ত্রাসী ও কিশোর গ্যাং রুখতে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন এমপি নদভী। এছাড়া অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। বন্য হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পেতে সাতকানিয়ার পাহাড়ি অঞ্চলগুলোতে ৫০ হাজার কলাগাছ রোপন করার উদ্যোগের কথা জানিয়ে সভায় সংশ্লিষ্টদের সহযোগিতা চান উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী। এছাড়া উপজেলার হোটেল রেস্টুরেন্টগুলোতে নিরাপদ পানি নিশ্চিতের পাশাপাশি বাসি, পঁচা খাবার পরিবেশন থেকে বিরত থাকতে সচেতনতামূলক প্রচারের পর মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।  উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, কুতুব উদ্দীন চৌধুরী, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাত, আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মধ্যে সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, চরতী, পশ্চিম ঢেমশা, আমিলাইশের চেয়ারম্যান বক্তব্য রাখেন।