ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নত জাদুঘর রেখে যেতে চাই :মুনীর চৌধুরী

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান জাদুঘরকে এমন স্থানে উন্নীত করতে হবে, যেন আগামী প্রজন্ম যুগ-যুগান্তর ধরে এর সুফল ভোগ করে। এ প্রতিষ্ঠান পরিচালনা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হতে হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানের অনন্য উৎস খুঁজে পায়। এ প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে কোন দুর্নীতি বা অবহেলা সহ্য করা হবে না। প্রত্যেককে কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। প্রত্যেককে তাঁর দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। নির্মাণ কাজে দক্ষতা ও স্বচ্ছ্বতার জন্য ড্রাইড্রককে এ কাজ দেওয়া হয়েছে। গতকাল বিজ্ঞান জাদুঘরের মুভি ও মিউজ্যুবাসের জন্য আধুনিক ডিজাইনের গ্যারেজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ বক্তব্য রাখেন। উল্লেখ্য, ১ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ড্রাইড্রক লি. এর সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে জাদুঘরের ভারী যানবাহনের স্থান সংকুলানের সংকট সমাধান হবে। বিজ্ঞপ্তি