বোয়ালখালীতে সূর্যমন্দির ও মহাশ্মশান মন্দিরের কমিটি গঠিত

বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের ঐতিহ্যবাহী সূর্য মন্দির ও মহাশ্মশান মন্দির পরিচালনা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা সম্প্রতি সূর্যমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় মন্দির সংস্কার, মন্দিরে আগত দর্শনার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন নবগঠিত কমিটির সদস্য/সদস্যাবৃন্দরা।
সভায় সবার সর্বসম্মতিক্রমে সাধন মহাজন, ননী গোপাল দাশ, শিবু প্রসাদ দে, নিপুল কুমার সেন, রতন চৌধুরী, শিবানী দত্ত, সমীর চৌধুরী, প্রবীর চৌধুরী, অরবিন্দু মহাজন, রবীন্দ্র লাল ধর, শিবাশীষ সেন, প্রদীপ সূত্রধর, দিলীপ দেবকে উপদেষ্টা মনোনীত করা হয় এবং প্রণব দত্তকে সভাপতি, সনজিৎ বিশ্বাসকে সহ সভাপতি, নিমাই দে কে সাধারণ সম্পাদক, দেবতোষ দে কে যুগ্ম সাধারণ সম্পাদক, বাবুল দে কে অর্থ সম্পাদক, শংকর দত্তকে সাংগঠনিক সম্পাদক, সুমন দে কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিশান মহাজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে, ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন তন্ময় দাশ, দয়াল হরি দে, বাবলুজিৎ দে প্রমুখ। বিজ্ঞপ্তি