বিশ্ব রক্তদাতা দিবস পালিত

রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতা ফোরামে সদস্যরা

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বন্দর এলাকার সংগঠন স্বেচ্ছা রক্তদাতা ফোরাম কর্তৃক বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতা ও কোভিট-১৯ যোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন আজ ১৪ জুন (রোববার) বিকাল সাড়ে ৪টায় স্থানীয় বন্দর বয়েজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছা রক্তদাতা ফোরামের সংগঠক আশীষ কান্তি মুহুরীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবছার উদ্দিন, সমাজকর্মী স্বরূপ দত্ত রাজু, ইয়াছিন আহমেদ জীবন, জহিরুল হক, অপূর্ব চন্দ্র নাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১৪ জুন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্বব্যাপী রক্তদান দিবস পালিত হয়। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন রক্তদাতা দিবস পালন করে। নগরীর রক্তের অন্যতম যোগানদাতা সংগঠন স্বেচ্ছা রক্তদাতা ফোরামও প্রতি বছর র‌্যালি, আলোচনা সভা, রক্তদাতাদের সম্মাননাসহ মনোমুগ্ধকর আয়োজন করে থাকে। কিন্তু বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে যা একেবারেই অসম্ভব। তাই সকল স্বেচ্ছায় রক্তদাতা ও কোভিট-১৯ যোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা। করোনার এই দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসছে স্বেচ্ছায় রক্তদান করে মানুষের পাশে থাকতে। প্রতি বছর পৃথিবীতে ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়। বিজ্ঞপ্তি