বিশ্বকাপ থেকে বিদায় ভারত,সোমবার নিয়মরক্ষার ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় কোহলীদের। ছবি: টুইটার থেকে।

সুপ্রভাত ডেস্ক »

বিশ্বকাপ থেকে বিদায় বিরাট কোহলীদের। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। সেই ম্যাচে জিতলেও পয়েন্টের বিচারে শেষ চারে যাওয়ার আশা আর নেই ভারতের। টি২০-তে অধিনায়ক হিসাবে নিজের শেষ টুর্নামেন্ট থেকেও খালি হাতে ফিরতে হল কোহলীকে।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে উঠতে পারল না বিরাট কোহলীর ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই ভারতের সব থেকে খারাপ পারফরম্যান্স। এর আগে কখনও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়নি ভারতকে।

মোট সাত বার টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর অবশ্য আর কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ভারত।

২০০৯, ২০১০ এবং ২০১২, পরের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ পর্বের বাধা টপকালেও পরের রাউন্ড, অর্থাৎ সুপার এইট থেকে বিদায় নিতে হয়। কোনও বারই শেষ চারে উঠতে পারেনি।.

সূত্র : আনন্দবাজার পত্রিকা