‘বিশ্বকাপ জিতলেও বলতে হবে পাকিস্তান ঠিক পথে নেই’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ। সেই পাকিস্তানই পূর্ণশক্তির ইংলিশদের প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে দিল। শোয়েব আখতার অবশ্য তাতে অবাক নন। ২০ ওভারের ক্রিকেটে এমনকি দল বিশ্বকাপ জিতলেও উচ্ছ্বাসের কিছু দেখেন না সাবেক এই ফাস্ট বোলার। তার মতে, দেশের ক্রিকেটই নেই ঠিক পথে।

চলতি ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে বেন স্টোকসের নেতৃত্বে খর্বশক্তির দল নিয়ে ইংলিশরা বিধ্বস্ত করে পাকিস্তানকে। তিন ম্যাচের সিরিজের শেষটিতে কিছুটা লড়াই করলেও প্রথম দুটিতে ¯্রফে উড়ে যায় তারা।

টি-টোয়েন্টি সিরিজে সেই দলই শুরু করল দারুণভাবে। সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার প্রতিপক্ষকে ২৩৩ রানের লক্ষ্য দেয় পাকিস্তান, অথচ প্রথম দুই ওয়ানডেতে দুইশই পার করতে পারেনি তারা। আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করবে পাকিস্তান, বিশ্বাস শোয়েবের। কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, পাকিস্তানের দুর্বলতা ওয়ানডে ক্রিকেটে।

’পাকিস্তান যদি এই বছর বিশ্বকাপও জিতে, তাহলে কারও অবাক হওয়া উচিত নয়। তবে তারা বিশ্বকাপ জিতলেও কি বলা যাবে, তারা ঠিক পথে এগিয়ে যাচ্ছে? না, তারা সঠিক পথে নেই। টি-টোয়েন্টি আমাদের লক্ষ্য নয় এবং হওয়াও উচিত নয়।’

’টি-টোয়েন্টিতে পাকিস্তান আলাদা এমন কী করছে, যে তারা এতো ভালো পারফর্ম করল! পার্থক্য কেবল তাদের মনোভাবে। পাকিস্তানের সমস্যা হচ্ছে, তারা ৫০ ওভার খেলতে পারে না। তাদের প্রতিভা আছে, কিন্তু তারা ৫০ ওভার খেলতে পারে না। তারা প্রান্ত বদল করে খেলতে পারে না।’

টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দলে ফিরেছেন ওয়েন মর্গ্যানসহ দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। তারপরও তাদের সঙ্গী হয়েছে পরাজয়। শোয়েব মনে করছেন, টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তান কতটা শক্তিশালী, তা বুঝতে পারেনি ইংল্যান্ড।

’টি-টোয়েন্টি ক্রিকেটের বেলায় ইংল্যান্ডকে অবশ্যই বুঝতে হবে, পাকিস্তান দুর্দান্ত এক টি-টোয়েন্টি দল। পাকিস্তানের চেয়ে কেউ ভালো নয়, ভারত বা আফগানিস্তান কেউ নয়।’

’ইংল্যান্ড দল পাকিস্তান দলকে অবমূল্যায়ন করছে। সম্ভবত তারা বুঝতে পারেনি যে, পাকিস্তানের টি-টোয়েন্টি দল বিশ্বের সেরা দলগুলোর একটি।’ খবর বিডিনিউজের