বিপিএলে দল পেতে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়ানোর কথা আগামী ২০ জানুয়ারি। নতুন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে ৮ ফ্র্যাঞ্চাইজি দল পেতে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে যাছাই-বাছাই শেষে এখান থেকে চূড়ান্ত করা হবে কারা পাবেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি।

করোনার কারণে এক মৌসুম পরে আয়োজন হতে যাচ্ছে বিপিএল। গত বছর বিপিএল না হওয়াতে বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ আয়োজন করা হয়েছিল। সামনের আসরে ফের ফ্র্যাঞ্চাইজি ফিরছে। আজ (সোমবার) হোটেল সোনারগাঁওয়ে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘এবারের আসরে ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে (দল নিতে)। আমাকে আজকে যা জানানো হলো… আজকে যা জানলাম, ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। এখন আমরা দেখবো, ওদের সম্পর্কে জানবো, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো। ফাইনাল হয়নি এখনও।’

বিপিএলের আগের আসরগুলোতে দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকে অনেক পার্থক্য দেখা গিয়েছে। এবারের আসরে বিষয়টি সমন্বয় করা হবে বলে জানিয়েছেন পাপন, ‘বিপিএল নিয়ে যখন প্রথম কথা হয়, আমি নিজে থেকেই প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম যে, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটারদের, বিশেষ করে ড্রাফটে যারা আছে, এটার পার্থক্য যাতে বেশি না হয়। আমাদের ক্রিকেটাররা যেন উপযুক্ত, তাদের যা পাওয়া উচিত, তা পায়। তবে এখনও পর্যন্ত আমি দেখিনি যে আল্টিমেটলি বিস্তারিত কী হয়েছে, এটা দেখবো।’