বদরখালী বাজারে দুই শতাধিক দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের বদরখালী বাজারের পেরিফেরিতে সরকারি খাস জমি দখলে নিয়ে অবৈধভাবে গড়ে তোলা অন্তত দুইশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের পর এসব দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আদালতকে সহযোগিতা করেন চকরিয়া থানা পুলিশ ও বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেন, বেশ কয়েকবছর ধরে বদরখালী বাজারের পেরিফেরিতে সরকারি খাস জমি দখলে নিয়ে কতিপয় মহল অবৈধভাবে একাধিক দোকানপাট গড়ে তোলে। বিষয়টি জানার পর সম্প্রতি এসব দোকান সংশ্লিষ্ট দখলদারদের সরিয়ে নিতে মাইকিং করে জানানো হয়। তিনি বলেন, মাইকিংকালে তাদের সময় বেঁেধ দেওয়া হয়। তারপরও নির্ধারিত সময়ে দোকানগুলো সরিয়ে না নেয়ায় সর্বশেষ শনিবার ১২ ডিসেম্বর সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অন্তত দুইশ দোকান আংশিক উচ্ছেদপুর্বক সিলগালা করা হয়েছে। পরবর্তীতে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকারি জমি দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে ছাড় পাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।