প্রিমিয়ার ইউনিভার্সিটিতে  ‘এমপ্লয়েবিলিটি স্কিলস’ শীর্ষক সেমিনার

নগরীর দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-শিক্ষা অনুষদের উদ্যোগে ‘এমপ্লয়েবিলিটি স্কিলস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার, বিকেল ৪টায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার ও ব্যবসা-শিক্ষা অনুষদের সমন্বয়কারী প্রফেসর একেএম তফজল হকের সভাপতিত্বে সেমিনারে কিনোট স্পিকার ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)র সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। আলোচক ছিলেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। সেমিনারে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মো. ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিজ্ঞপ্তি