‘প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

ড্যান চার্চ এইড এর সহযোগিতায় উৎস পরিচালিত প্রকল্প ‘এডুকেশনাল এসিসটেন্স ফর পারসন্স উইথ ডিজএ্যাবিলিটি এর উদ্যোগে নগরীর কারিতাস মিলনায়তনে ‘প্রতিবন্ধী অধিকার আইন এবং ইউএনসিআরপিডি’ বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক শহীদুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে হলে অভিভাবকদের রাখতে হবে অগ্রনী ভূমিকা। কারণ একজন প্রতিবন্ধী শিশুর প্রতিবন্ধকতাগুলো সবার আগে চিহ্নিত করতে পারে তার পিতা-মাতা। তাই অভিভাবকদের ভূমিকা এক্ষেত্রে অগ্রগন্য ও গুরুত্বপূর্ণ। অভিভাবকরা যদি সচেষ্ট এবং দায়িত্বশীল হন তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা অধিকার প্রাপ্তি সুনিশ্চিত হবে। শিক্ষাকেন্দ্রগুলোর সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব হলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রবেশগম্যতা ও শিক্ষা উপকরণ নিশ্চিত করা।’
বিশেষ অতিথি চমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় চমেক, রোগী কল্যাণ সমিতির সাথে যোগাযোগ করলে সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রাধান্য পাবে।’
২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণে প্রশিক্ষণ পরিচালনা করেন অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম। প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আলী আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎস এর মনিটরিং অফিসার আবুল হাসেম খান।
এতে সভাপতিত্ব করেন উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা।
প্রশিক্ষণার্থী অভিভাবকদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন পারভিন আক্তার, চিনু বড়–য়া, মোহাম্মদ আইয়ুব এবং মোহাম্মদ টিটু মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আতাউর রহমান এবং প্রকল্পের হিসাব কর্মকর্তা আয়েশা আক্তার ও কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ নাছির। বিজ্ঞপ্তি