পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রযাত্রায় শিক্ষার বিকল্প নেই

চকরিয়া সংস্কৃত কলেজ উদ্বোধনে এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে নিজস্ব ভবনে যাত্রা শুরু হয়েছে সংস্কৃত কলেজের। গত শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী  লীগের সভাপতি জাফর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জাফর আলম বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। সমাজকে আলোকিত করতে এবং অবহেলিত জনপদের শিক্ষার্থীদের আগামীর পথে এগিয়ে নেয়ার মাধ্যমে সুন্দর জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংস্কৃত কলেজ। তিনি বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে মেধাবি ও দক্ষমানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। সেইজন্য সরকার দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নে প্রণোদনা দিচ্ছেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাচ্ছেন।চকরিয়া সংস্কৃত কলেজের সভাপতি সুদাম কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে মহান অতিথি ছিলেন বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের উপ-সচিব অসীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্য বিদ্যা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র ও সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ও চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি  দাশ, আওয়ামী  লীগ নেতা পরিমল বড়–য়া প্রমুখ।  অনুষ্ঠান পরিচালনা করেন চকরিয়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ সুধীর দাশ। সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা তপন কান্তি দাশ বলেন, বর্তমানে এই কলেজে ১শ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। হাবরাং শিব পাহাড় এলাকায় আমার ব্যক্তিগত অর্থায়নে ১২ শতক জায়গা ক্রয় করে কলেজটির নিজস্ব ভবন তৈরি করা হয়।