নব আনন্দে জাগো বাংলাদেশ

নববর্ষ জাতি-ধর্ম নির্বিশেষে এক সার্বজনীন উৎসব। বাঙালি জাতিসত্তার নিজস্ব যে সব সাংস্কৃতিক উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান অনুষঙ্গ হলো পহেলা বৈশাখ। বাঙালির মহামিলনের একটি উপলক্ষ।
আমাদের পথচলার বীজমন্ত্র বাঙালিয়ানা। চিরায়ত বাঙালিয়ানার ভিত হচ্ছে এই নববর্ষ। এ উৎসব অসাম্প্রদায়িক চেতনার মূর্তপ্রতীক। পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়ের ঠিকানা।
লক্ষ প্রাণের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সূচকে ঈর্ষণীয় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।
নববর্ষের আয়োজন সব বাঙালিকে একসূত্রে যুক্ত করেছে, যোগ করেছে নতুন মাত্রা। সারাদেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। অতিমারির কারণে দু’বছর যা করা যায়নি।
অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবেই। প্রাণের উচ্ছ্বাসে নব আনন্দে জাগো বাংলাদেশ।
নতুন বছর বয়ে আনুক সবার জন্য মঙ্গলবার্তা।
শুভ নববর্ষ।

রুশো মাহমুদ
সম্পাদক