নদওয়াতুল ওলামা লক্ষ্নৌর প্রাক্তন ছাত্র পরিষদের সেমিনার

ভারতের বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্নৌ’তে অধ্যয়নকারী বাংলাদেশী প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে টুওয়ার্ডস রটিং দ্য ইসলামিক ভিশন অব এডুকেশন শীর্ষক সেমিনার ৩০ অক্টোবর  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর  চেয়ারম্যান, নদওয়াতুল ওলামা লক্ষ্নৌর প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আবু  রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর ও নদওয়াতুল ওলামা লক্ষ্নৌর সাবেক কৃতী ছাত্র আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ওবাইদুর রহমান খান নসীম নদভী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসি’র  রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ,  প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মছরুরুল মাওলা,  বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. দ্বীন মুহাম্মদ,  ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। বক্তব্য রাখেন সেমিনার আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আতাউর রহমান নদভী, প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, প্রফেসর ড. নাজমুল হক নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

পরিচালনা করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান ও মাওলানা মুহাম্মদ আমিন নদভী।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ  নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্নৌর জ্ঞানের দ্যুতি উপমহাদেশের সীমানা ছাড়িয়ে আরব, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্য এশিয়া ও ল্যাটিন আমেরিকার দিক-দিগন্ত বর্ণোজ্জ্বল করেছে। বিজ্ঞপ্তি