নকল মাস্ক বিক্রয় করায় ৩ মামলা, জরিমানা আদায়

নগরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন অভিযান চালিয়েছে

জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং ও হালিশহর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে নকল মাস্ক বিক্রয় করার দায়ে ৩ মামলায় জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম সুপ্রভাতকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ও বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান চালানো হয়েছে।

নগরীর পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলোর উপর বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে বিনোদন কেন্দ্র গুলো বন্ধ পাওয়া যায়। এছাড়া নকল মাস্ক বিক্রয়ের দায়ে ৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে নগরীর বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ ও খুলশি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম. ইশমাম।

গণপরিবহন নিয়ন্ত্রন ও চায়ের দোকানে আড্ডা বন্ধ করাসহ ৩ মামলায় ৩ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।