দেশে করোনা শনাক্তের হার সাড়ে ৫ শতাংশেরও বেশি

সুপ্রভাত ডেস্ক »

দেশে করোনায় নতুন রোগী শনাক্ত ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বাড়ছে প্রতিদিন।

দ্বিতীয় দিনের মতো করোনাতে দৈনিক শনাক্ত ১ হাজার জন ছাড়িয়েছে। একই সঙ্গে শনাক্তের হার ছাড়িয়েছে সাড়ে পাঁচ শতাংশ। ১০৮ দিন আগে গত ২১ সেপ্টেম্বর করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবের পর শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছিল। সেদিন স্বাস্থ্য অধিদফতর এ হার ৪ দশমিক ৬৯ শতাংশ বলে জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনায় শুধু ময়মনসিংহ বিভাগে একজন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৯৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১ হাজার ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হলো।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।