দুর্ভোগে নগরবাসী

বিএনপির সমাবেশ, নগরে তীব্র যানজট

সুপ্রভাত ডেস্ক »

বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিকে ঘিরে গতকাল নগর জুড়ে ছিলো তীব্র যানজট। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছিলো নগরবাসী। গতকাল বুধবার দুপুর থেকে বিএনপির সমাবেশ আয়োজনের সময় থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকে সমাবেশ স্থলে। খবর বাংলানিউজের।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাজীর দেউড়ি এলাকায় সমাবেশ হওয়ায় চকবাজার থেকে কাজীর দেউড়ি হয়ে আগ্রাবাদ ও ওয়াসা থেকে কাজীর দেউড়ি হয়ে নিউ মার্কেট রুটে চলাচলকারী যানবাহন সমূহ বন্ধ ছিলো।

এতে ভোগান্তিতে পড়ে এই রুটে চলাচল করা যাত্রীরা। গন্তব্যে যেতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকলেও অনেকে আবার পায়ে হেঁটে রওনা দিয়েছিলো। সমাবেশ কেন্দ্রিক বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। জায়গা সংকুলান না হওয়ায় নেতা-কর্মীরা আসে পাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছিলো।

এছাড়া সমাবেশ এলাকার আশে পাশে ছেঁয়ে গিয়েছিলো ব্যানার পোস্টারে। ব্যানারে খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য দাবি তুলে ধরেছেন নেতাকর্মীরা। বিভিন্ন রঙের ক্যাপ এবং টি-শার্ট পরে সমাবেশস্থলে এসেছিলেন যুবদলের নেতাকর্মীরা।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ জানান, আমরা এ সমাবেশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আরও জোরালো করেছি।

সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা জানান, সমাবেশে জনগণের জান মালের নিরাপত্তা ও নাশকতা এড়াতে পুলিশ মোতায়েন ছিলো।
নগরীর কাজীর দেউড়ী এলাকায় ‘তারুণ্যের সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।