ডিগ্রি ছাড়া ১২ বছর ধরে করছেন দাঁতের চিকিৎসা

হালিশহরে ভুয়া ডাক্তার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক »

নগরের হালিশহরে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে ১ লাখ টাকা অর্থদ- ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতার মো. মনিরুল ইসলাম ১২ বছর ধরে এই এলাকায় দাঁতের চিকিৎসা করে আসছেন বলে জানা যায়। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘হালিশহর জি-ব্লকের ‘সেতু ডেন্টাল ক্লিনিক’ নামে একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় ক্লিনিকের মালিক মো. মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেন এবং তার নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডাক্তার’ লখা এবং পদবি হিসেবে ‘ডেন্টাল সার্জন’ উল্লেখ করেন। তবে তিনি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কোন রেজিস্ট্রেশন দেখাতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘ভুয়া ডাক্তার হিসেবে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।’

চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরে ৯৫টি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স রয়েছে। সেই তালিকায় দন্ত চিকিৎসা দেওয়া মনিরুল ইসলামের ‘সেতু ডেন্টাল ক্লিনিক’র নাম পাওয়া যায়নি।

চট্টগ্রাম নগরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবৈধ্য ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার- সেসব প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালিয়েছে, তাঁরা জানেন। তাঁদের কাছে প্রশ্ন করুন।’

এ বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ফোন দিলে তিনি রিসিভ করেনি।