জামানতের টাকা ফেরতের সিদ্ধান্ত বাতিল করুন

আবাসিক গ্যাস গ্রাহক পরিষদের সভায় ডা. শাহাদাত হোসেন

নগর বিএনপির দলীয় কার্যালয়ে চট্টগ্রাম গ্রাহক পরিষদের উদ্যোগে গতকাল আবাসিক গ্যাস সংযোগের জন্য জমাকৃত অর্থ ফেরতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রভাবশালী আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি এস এম নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ইকরাম চৌধুরী, গ্রাহক পরিষদের সহ-সভাপতি মো. জানে আলম, ইয়ার মোহাম্মদ, মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. নুর নবী, জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ টিপু, কেজিডিসিএল ঠিকাদার কল্যান সমিতিরি যুগ্ম সম্পাদক বাইজিদ হোসেন ডালি মিন্টু, মোহাম্মদ দুলাল, ফারুক আকবর, গ্রাহক পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক আবদুর রহিম, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ। প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম অঞ্চলে আবাসিক গ্রাহকদের নিকট হইতে প্রায় ৭০ কোটি টাকা কেজিডিসিএল কোম্পানির চাহিদা পত্রের মাধ্যমে গ্রাহকদের নিকট হইতে গ্রহণ করিয়া গ্রাহকদের আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার চুক্তি সম্পাদন করেন। চুক্তি সম্পাদনের দীর্ঘ ৬ বছর অতিবাহিত হওয়ার পর, তাদের জামানতের টাকা ফেরত দেওয়ার মর্মে যেই সিদ্ধান্ত গ্রহন করিয়াছেন তা অমানবিক ও গ্রাহকদের সাথে চুক্তি ভঙ্গের সামিল, জ্বালানি মন্ত্রণালয়ের আইনের বরখেলাফ করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া চেষ্টা ঠিক নয়।

আজকের এই সভা থেকে জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই চট্টগ্রাম অঞ্চলে আবাসিক গ্যাস সংযোগের অপেক্ষামাণ গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের সিদ্ধান্ত অবশ্যই অবিলম্বে বাতিল করে তাদের সংযোগ প্রদান করার দাবি জানাচ্ছি। চট্টগ্রাম অঞ্চল এমনিতে জলাবদ্ধতাপূর্ণ এলাকা। বর্তমানে সিটি এলাকার ৮০ ভাগ অংশ পানির নিচে তলিয়ে থাকেন যার কোনো সুষ্ঠু সমাধান আদো বর্তমান সরকার সমাধান করার উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে কেজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের জামানতের টাকা ব্যংকে রেখে লভ্যংশ খাচ্ছে আর আবাসিক গ্রাহকগণ অতি কষ্টে  জীবন যাপন করছেন। আজকের এই সভা থেকে জানিয়ে দিতে চাই কোনো অবস্থাতে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া যাবে না, তাদের সাথে চুক্তি অনুযায়ী আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ প্রদান করিতে হইবে, অন্যথায় চট্টগ্রামের অন্যান্য সংগঠনদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। বিজ্ঞপ্তি