জঙ্গল সলিমপুরে অবৈধদের সরে যেতে মাইকিং

যে কোনদিন উচ্ছেদ

জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে গতকাল মাইকিং করেছে জেলা প্রশাসন। যে কোনদিন উচ্ছেদ করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জানা গেছে, জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমি উদ্ধারের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন জালালাবাদ মৌজার ১ নম্বর খাস খতিয়ানে বিএস ৭২৯ দাগে ৯ দশমিক ৭০ একর, শ্রেণি-পাহাড় এবং বিএস ৭৭১ দাগে ২ দশমিক ৯৪ একর, শ্রেণি-পাহাড় ভূমি সরেজিমন পরিমাপ ও পরিচিহ্নিত করে উক্ত দাগাদির ভূমিতে লাল পতাকা টাঙানো হয়।

জালালাবাদ মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বিএস ৭২৯ দাগে ৯ দশমিক ৭০ একর, শ্রেণি-পাহাড় এবং বিএস ৭৭১ দাগে ২ দশমিক ৯৪ একর, শ্রেণি-পাহাড় ভূমি জেলা প্রশাসক, চট্টগ্রাম এর নামে বিএস জরিপ চূড়ান্ত প্রচার আছে। উক্ত খাস খতিয়ানের ভূমিতে অবৈধভাবে বসবাসকারীরা জেলা প্রশাসন কর্তৃক মধ্যে সরে যাওয়ার জন্য মাইকিং করে সকলকে (অবৈধভাবে বসবাসকারীগণ) অবহিত করা হয়।

জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমিতে অবৈধভাবে বসবাসকারীগণ বুধবারের মধ্যে সরে না গেলে পরবর্তীতে বিধি মোতাবেক তাদের উক্ত ভূমি হতে উচ্ছেদ করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি