চুয়েটের অর্থ কমিটির সভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অর্থ কমিটির ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সকাল ১১টায় উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং অর্থ কমিটির সদস্য সচিব ও কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া চবি একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব আহমদ শামীম আল রাজী ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভায় সংযুক্ত ছিলেন।

এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কল্যাণ ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর ১১তম সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চুয়েট কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্রিজের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.ফারুক-উজ-জামান চৌধুরী, স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন এবং বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য সচিব ও কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি