চবি ছাত্রী হেনস্তাকারী দু’জন শনাক্ত

চবি সংবাদদাতা »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় অভিযুক্ত দু’জনকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এখনই প্রকাশ করছে না প্রশাসন। ছাত্রী হেনস্তার ৫ দিন পরে অভিযুক্তদের শনাক্ত করতে পেরেছে প্রশাসন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
তিনি জানান, হেনস্তাকারী দু’জনকে শনাক্ত করতে পেরেছি। তদন্ত চলমান। অভিযুক্ত ৫ জনকেই ধরার চেষ্টা চলছে। তাই আপাতত শনাক্ত হওয়া দু’জনের নাম গোপন থাকবে।
প্রসঙ্গত, ১৭ জুলাই রাতে বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে অজ্ঞাত ৫ তরুণের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী থেকে জানা যায়, প্রীতিলতা হলসংলগ্ন এলাকায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন তিনি। এ সময় পাঁচ তরুণ তাদের গতিরোধ করে জেরা করতে থাকে। একপর্যায়ে দুজন কোনো কারণ ছাড়াই তাদের মারধর করে। প্রায় এক ঘণ্টা আটকে রেখে ছাত্রী ও তার বন্ধুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নিয়ে তরুণরা চলে যায়।